ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এমআইসিক্স-এর প্রধান রিচার্ড মুর বলেছেন, চীন ও রাশিয়া গোয়েন্দা কার্যক্রমে ব্যবহৃত প্রযুক্তির পেছনে কাড়ি কাড়ি অর্থ খরচ করছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে তারা রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে। তারা আগামী দশকের মাঝে রাজনীতি ও গোয়েন্দাগিরিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায়। খবর আল জাজিরার।
গত ১ অক্টোবর এমআইসিক্সের দায়িত্ব নেয়া রিচার্ড মুর মঙ্গলবার (৩০ নভেম্বর) প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দেন। সেখানেই গোয়েন্দাদের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তার আলোচনায় উঠে আসে চীন ও রাশিয়ার ভূমিকার কথা।
রিচার্ড মুর বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সিনথেটিক জীববিজ্ঞান ও কোয়ান্টাম কম্পিউটিং এসব প্রযুক্তিগত দিকে আমাদের প্রতিপক্ষরা বেশি বেশি অর্থ খরচ করছে। কারণ, তারা জানে তাদের উদ্দেশ্য সফল করতে এর প্রয়োজনীয়তা কতটুকু।
আরও পড়ুন: রামাল্লায় দুই ইসরায়েলি অনুপ্রবেশ করায় তাদের গাড়িতে আগুন
এছাড়াও তিনি বলেন, এমআইসিক্সের কাছে এককভাবে অগ্রাধিকার পাচ্ছে চীন। দেশটিকে তিনি স্বৈরাচারী রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছেন। মুর বলেন, যুক্তরাজ্য ও তার মিত্রদের বিরুদ্ধে বড় ধরনের গোয়েন্দা অভিযান পরিচালনা করছে বেইজিং। রাশিয়ার কাছ থেকেও একটি হুমকি মোকাবিলা করছে যুক্তরাজ্য। আমরা এবং আমাদের মিত্র ও অংশীদারদের রাশিয়ার কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
প্রসঙ্গত, নব্বইয়ের দশক পর্যন্ত সংস্থাটির প্রধানের নাম প্রকাশ করা হতো না। ওই গোপনীয়তার অবস্থান থেকে সরে এসে বর্তমানে এমআইসিক্সের প্রধান প্রকাশ্যে বক্তব্য দিচ্ছেন।
Leave a reply