গণহত্যায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

|

মোমবাতি প্রজ্বলন, পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে একাত্তরের পচিশে মার্চ গণহত্যায় শহীদদের স্মরণ করা হলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণসঙ্গীতের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়। পরে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মশাল মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে সম্মিলিত সাংস্কৃতি জোটের নেতাকর্মীরা।

গোপালগঞ্জে উদীচী জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করা হয়। মোমবাতি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।

কালরাতে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ফরিদপুর ও চুয়াডাঙ্গাবাসীও। এসময় বক্তারা বলেন, জাতিকে নেতৃত্ব শূন্য করতেই এই রাতে গণহত্যা চালায় পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply