দুর্গম সাগায়িং অঞ্চলে হেলিকপ্টারের মাধ্যমে হামলা চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। এই হামলায় প্রাণভয়ে পালাচ্ছেন ওই অঞ্চলের বাসিন্দারা।
গত বুধবার (১ ডিসেম্বর) স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, সাম্প্রতিক হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে সাত বেসামরিক নাগরিক। দেপায়িন লোকালয়ের অন্তত ১৫টি গ্রাম হামলার শিকার হয়েছে। বোমা ছুঁড়ে জ্বালিয়ে দেয়া হচ্ছে সংখ্যালঘুদের ঘরবাড়ি।
আরও পড়ুন: জান্তা বাহিনীর দায়েরকৃত দু’টি মামলায় সু চির প্রথম রায় ৬ ডিসেম্বর
এদিকে, ভিন্ন বিবৃতিতে অঞ্চলটিতে সক্রিয় সশস্ত্র সংগঠন পিডিএফ জানিয়েছে, সামরিক বহরে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে তারা। প্রাণ গেছে কমপক্ষে ২০ সেনা সদস্যের।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে দেশের নিয়ন্ত্রণ গ্রহণের পর সেনাবাহিনীর বিরুদ্ধে প্রথমবার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে সাগায়িং অঞ্চল।
আরও পড়ুন: চীন-পাকিস্তানের ওপর নজরদারি বাড়াতে চালকহীন সামরিক ড্রোন কিনলো ভারত
Leave a reply