জোরে ঢেকুর তুলে বিশ্বরেকর্ড

|

সংগৃহীত।

প্রকাশ্যে ঢেকুর তোলাকে অনেকেই অভদ্রতা মনে করেন। এ জন্য জনসমাগমে কোনো কারণে ঢেকুর তুলে ফেললে অনেকেই ক্ষমা চেয়ে নেন। তবে উচ্চ শব্দে ঢেকুর তুলে খ্যাতি পেয়েছেন অস্ট্রেলিয়ার নেভিল শার্প। এই কারণে রেকর্ড করেছেন তিনি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে মঙ্গলবার (৩০ নভেম্বর) বলা হয়েছে, বর্তমান বিশ্বে পুরুষদের মধ্যে সবচেয়ে জোরে ঢেকুর তুলতে পারেন নেভিল শার্প। তিনি অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির ডারউইন শহরে বাস করেন। গত ২৯ জুলাই গিনেস কর্তৃপক্ষ নেভিলের ঢেকুর তোলার বিশেষ এই যোগ্যতা পরিমাপ করে।

এ সময় দেখা যায়, তিনি সর্বোচ্চ ১১২ দশমিক ৪ ডেসিবেল আওয়াজের ঢেকুর তুলতে সক্ষম। নেভিলের একেকটি ঢেকুরের আওয়াজ ইলেকট্রিক ড্রিলের চেয়ে বেশি। এমনকি কোনো কোনো বাদ্যযন্ত্রের চেয়ে জোরে আওয়াজ তুলে ঢেকুর দেন তিনি। আর এই বিশেষ যোগ্যতার কারণে দীর্ঘ এক দশকের বেশি সময় পর সবচেয়ে জোরে ঢেকুর তোলার বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছেন নেভিল। এ জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে তার।

আরও পড়ুন: ৩ মাস বেতন নেই, সার্বিয়ায় নিযুক্ত পাকিস্তান দূতাবাসের কর্মীদের ‘বিদ্রোহ’!

প্রথম সবচেয়ে জোরে ঢেকুর তোলার বিশ্ব রেকর্ড গড়েছিলেন যুক্তরাজ্যের পল হান। ২০০৪ সালে তিনি এই রেকর্ড গড়েন। তখন তার ঢেকুরের আওয়াজ ছিল ১০৪ দশমিক ৯ ডেসিবেল। এখন থেকে এক যুগ আগে পল তার নিজের রেকর্ড ভাঙেন। ওই সময় তিনি ১০৯ দশমিক ৯ ডেসিবেল আওয়াজের ঢেকুর তোলেন। এবার পরের সেই রেকর্ড ভেঙেছেন অস্ট্রেলিয়ার নেভিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply