চিকিৎসা ক্ষেত্রে সিএমএইচ অনেক এগিয়ে যাচ্ছে: সেনাবাহিনী প্রধান

|

ছবি: সংগৃহীত

চিকিৎসা ক্ষেত্রে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল- সিএমএইচ অনেক এগিয়ে যাচ্ছে। এমন মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে সিএমএইচে ‘অনন্ত সমরে’ ভাস্কর্য ও অন্যান্য স্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এর আগে তিনি নবনির্মিত ‘অনন্ত সমরে’ ভাস্কর্যসহ চারটি স্থাপনার উদ্বোধন করেন। নতুন স্থাপনার মধ্যে আছে অ্যানেস্থেসিয়া বহির্বিভাগ, চক্ষু অপারেশন থিয়েটার, লেজার ভিশন কেন্দ্রে ও স্লিপল্যাব।

সেনা প্রধান জানান, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বাংলাদেশ আর্মি মেডিকেল কোরের সদস্যদের আত্মত্যাগ এবং করোনাকালে আত্মোৎসর্গকারী চিকিৎসকদের স্মৃতিকে চির স্মরণীয় করে রাখতে ‘অনন্ত সমরে’ ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুন: অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply