বিএনপি নেতা আলালের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

|

ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাবির ছাত্র নূর উদ্দিন প্রধানমন্ত্রীর নামে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগে এই আবেদন করেন।

নূর উদ্দীন তার অভিযোগে লিখেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিওতে মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। এমন বক্তব্য সরকার ও দেশের জনগণের জন্য মানহানিকর।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ঢাবির দুইজন শিক্ষার্থী আজ শাহবাগ থানায় দু’টি পৃথক অভিযোগ করেছেন। অভিযোগ দুইটি তদন্ত করা হবে। বিশেষজ্ঞদের মতামত ও তদন্ত শেষে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সদ্য পদত্যাগকৃত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগটি দায়ের করেছেন জুলিয়াস সিজার তালুকদার নামের আরেক শিক্ষার্থী।

ডা. মুরাদের বিরুদ্ধে থানায় অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply