পুড়ে ছাই চট্টগ্রামের ৫ গোডাউন

|

প্রতীকী ছবি। সংগৃহীত।

চট্টগ্রামে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ঝুট কাপড়ের ৫টি গোডাউন। শীত মৌসুমকে সামনে রেখে মজুদ করা সব কাপড় ভস্মীভূত হওয়ায় অনেকটা নিঃস্ব বেশ কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী। আগুনে হতাহতের ঘটনা ঘটেনি তবে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগে ৪ ঘণ্টারও বেশি। তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও।

ভোরে আতুরার ডিপো এলাকার মানুষের ঘুম ভাঙার আগেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। ১১টি ঝুট কাপড়ের গুদামের মধ্যে ৫টি পুড়ে ছাই হয়ে যায়। শীত মৌসুমকে সামনে রেখে যেখানে মজুদ করা ছিলো বিপুল পরিমাণ কাপড়।

শীত মৌসুমকে কেন্দ্র করে কয়েক কোটি টাকার শীতের কাপড় গুদামে মজুদ করেছিলেন ব্যবসায়ী ইসমাঈল। কিন্ত বৃহস্পতিবার ভোরে লাগা আগুনে তিনি সর্বস্বান্ত।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কাছাকাছি পানি সংগ্রহের কোনো উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় বলে জানালেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান।

চট্টগ্রাম সম্পর্কিত আরও খবর পড়ুন : যমুনায় খবর প্রচারের পর টনক নড়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের

অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত হয়নি কেউ। তবে কিছু ক্ষুদ্র ব্যবসায়ী নিঃস্ব হওয়ার পাশাপাশি অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়বে শঙ্কা সংশ্লিষ্টদের।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply