জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ১। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৫ মিনিটে কম্পনটি অনুভূত হয়।
জাপান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ওই ভূমিকম্প থেকে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকি জারি করা হয়নি কোনো সুনামির সতর্কতাও। জাপানের ভূতত্ত্ব বিভাগ বলছে, ভূমিকম্পের উৎপত্তি স্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪ কিলোমিটার নিচে।
এদিকে, ভূমিকম্পের পর সতর্কতা হিসেবে কিছু সময়ের জন্য অনেকগুলো বুলেট এবং লোকাল ট্রেনের পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। কিন্তু স্থানীয় সংবাদমাধ্যম টোকিও এবং এর আশপাশের এলাকার খবর দিয়ে বলেছে, কম্পনের ফলে সেখানে গুরুতর কোনো প্রভাব দেখা যায়নি। আঞ্চলিক পারমাণবিক কেন্দ্রগুলোতেও পরীক্ষা-নিরীক্ষা চলছে। কিন্তু এখন পর্যন্ত এতে অস্বাভাবিকতার কোনো খবর পাওয়া যায়নি।
অপরদিকে নগর কর্তৃপক্ষের মতে, আকুসিকি দ্বীপ থেকে ৬৪ জন বাসিন্দা এবং ১২ শ্রমিককে এরই মধ্যে নিরাপদে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এর আগে শনিবারও একই অঞ্চলে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।
আরও পড়ুন: নেপোলিয়ন বোনাপার্টের তলোয়ার ও বন্দুকের দাম ২৪ কোটি টাকা!
Leave a reply