মনোনয়নপত্র জমা দিয়েই গ্রেফতার হলেন সাবেক ইউপি চেয়ারম্যান

|


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তানভীর হোসেন বাবুকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেয়ার পর একটি প্রতারণা মামলায় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে গ্রেফতার করেছে পুলিশ। আগামী বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাবু তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জানা যায়, প্রায় ছয় লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৭ সালের মঠবাড়িয়া আদালতে বাবুর বিরুদ্ধে একটি প্রতারণার মামলা করেন মঠবাড়িয়া শহরের বাসিন্দা মো. আব্দুল্লাহ আল মারুফ। এ মামলায় গত ২৮ নভেম্বর আদালত বাবুকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে।

আরও পড়ুন: তিনদিনের রিমান্ড শেষে কারাগারে মেয়র আব্বাস

এ বিষয়ে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, ভানভীর জেলার মঠবাড়িয়া উপজেলায় একটি প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply