ইরাকে আইএস বিরোধী মিশন শেষ করলো যুক্তরাষ্ট্র

|

আইএস বিরোধী মিশন শেষ করেছে যুক্তরাষ্ট্র।

ইরাকের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কাসিম আল আরাজি জানিয়েছেন, মার্কিন সেনাবাহিনী ইরাকে আইএস এর বিরূদ্ধে তাদের কমব্যাট মিশন শেষ করার ঘোষণা দিয়েছে।  ২০১৪ সালে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ইরাকি বাহিনীকে সহায়তা করতে কম্ব্যাট মিশন শুরু করে যুক্তরাষ্ট্র। ২০১৭ সালে আইএস পরাজিত হলেও গত ৪ বছর ধরে ইরাকেই অবস্থান করছে মার্কিন সেনা বাহিনী।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দেশটির নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজি এক টুইট বার্তায় বলেন, বছর শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ইরাকে তাদের কমব্যাট মিশন শেষ করেছে। খুব শীঘ্রই তারা সেনা প্রত্যাহারও শুরু করবে। সেনা প্রত্যাহার হলেও পশ্চিমা বাহিনী ইরাকের সেনাদের প্রশিক্ষণসহ বিভিন্ন সহযোগিতা প্রদান করবে বলেও উল্লেখ করেন তিনি। 

এদিকে, কমব্যাট মিশন সমাপ্তির ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কিছুই জানানো হয়নি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। গতকাল বুধবার (৮ জানুয়ারি) পেন্টাগন মুখপাত্র জন কারবি বলেন, ২০২১ সালের মধ্যে ইরাকে অভিযান মিশন শেষ করার প্রতিশ্রুতি রক্ষা করবে যুক্তরাষ্ট্র।

ইরাকের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কাসিম আল আরাজি।

এর আগে গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইরাকের প্রেসিডেন্ট মুস্তফা আল কাসিমি ২০২১ সালের মধ্যে ইরাকে যুদ্ধ মিশন সমাপ্তির চুক্তি স্বাক্ষর করেন। 

উল্লেখ্য, ২০২০ সাল থেকেই ইরাকে অবস্থান করছে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা। ২০১৪ সালে আইএস এর উত্থানের পর যুক্তরাষ্ট্র ইরাকের সেনাবাহিনীর সাথে জঙ্গীসংগঠনটির বিরুদ্ধে লড়াই শুরু করে। আর ২০০৩ সালে ওয়ার অন টেরর এর নামে ইরাকে আগ্রাসন চালায় ইঙ্গ-মার্কিন বাহিনী।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply