কসমেটিক সার্জারি করায় সুন্দরী প্রতিযোগিতায় বাদ পড়ল ৪০ উট

|

ছবি: সংগৃহীত।

সুন্দরী প্রতিযোগিতা থেকে কসমেটিক সার্জারি করে অংশগ্রহণ করায় বাদ পড়েছে ৪০টি উট। শুনতে অবাক লাগলেও এমনটিই ঘটেছে সৌদিতে। সুন্দরী প্রতিযোগিতায় উট তাও আবার কসমেটিক সার্জারি করিয়ে!

মিডিল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, বোটক্স ইনজেকশন প্রয়োগ এবং কসমেটিক সার্জারির মাধ্যমে চেহারায় কৃত্রিমভাবে পরিবর্তন করার জন্য কিং আব্দুল আজিজ উট উৎসব থেকে উটগুলোকে বাদ দিয়েছেন বিচারকেরা। ডিসেম্বরের শুরুতে সৌদিতে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। গত ছয় বছর ধরে নিয়মিত হচ্ছে এই সুন্দরী উট প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রথম হওয়া উট পাবে ৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার ।

এতে অংশ নেওয়া হাজার হাজার উটের মধ্য থেকে সুশোভিত ঠোঁট আর কুঁজের ওপর ভিত্তি করে বেছে নেয়া হয় শিরোপা জয়ীকে। আর তাই উটের সৌন্দর্য বাড়িয়ে তুলতে মালিকরা কসমেটিক সার্জারি করছেন।

কিং আব্দুল আজিজ উট উৎসবের মুখপাত্র মারজৌক আল-নাত্তো বলেন, যারা উটকে সার্জারি করে প্রতিযোগিতায় নিয়ে এসেছেন, তাদের অপরাধ ভেদে জরিমানা হবে। যারা উটকে বোটক্স ইনজেকশন প্রয়োগ করেছেন তাদের ১ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। আর যারা কসমেটিক সার্জারির মাধ্যমে চেহারায় কৃত্রিমভাবে পরিবর্তন করেছেন তাদের ৩০ হাজার রিয়াল জরিমানা হতে পারে।

আরও পড়ুন: প্রেমের বিয়ে, বাসর ঘরেই বরের গলায় ফাঁস

উট সৌদি আরবের সংস্কৃতির বড় একটি অংশ। মরুভূমিতে চলাচলের জন্য উপযোগী একমাত্র প্রাণী উট। সুন্দরী প্রতিযোগিতায় একটা উট যে পরিমাণ অর্থ পুরস্কার পায় তার চেয়ে দ্বিগুণ দামে উটটিকে বিক্রি করা যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply