তাহসান, মিথিলা, ফারিয়াকে গ্রেফতারের ইঙ্গিত পুলিশের; দেশে নেই তাহসান

|

ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান জানিয়েছেন, যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে অভিনয়শিল্পী তাহসান রহমান খান, রাফিয়াথ রশিদ মিথিলা ও শবনম ফারিয়াকে।

আজ শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বিষয়টি জানিয়েছেন।

মূলত, ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহকের করা প্রতারণার মামলায়-ই তাদের গ্রেফতার করা হতে পারে। গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় প্রতারণার এ মামলাটি করেন ইভ্যালির গ্রাহক সাদ স্যাম রহমান।

সাজ্জাদুর রহমান আরও জানান, এই তিনজনকে নজরদারিতে রাখা হয়েছে। সাদ স্যামের করা মামলায় তারা যথাক্রমে ৭, ৮ ও ৯ নম্বর আসামি। কিন্তু মিথিলা বর্তমানে ঢাকায় অবস্থান করলেও তাহসান খান আছেন যুক্তরাষ্ট্রে। আর শবনম ফারিয়াও দেশে রয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply