সিরাজগঞ্জ ইউপি নির্বাচনে আতঙ্ক ছড়াচ্ছে কালো কাপড়ে মুখ ঢাকা একদল সমর্থক

|

সিরাজগঞ্জ উপজেলার কৈজুরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সাইফুল ইসলামের বিরুদ্ধে কালো কাপড়ে মুখ ও মাথা বাঁধা সন্ত্রাসী বাহিনী বেষ্টিত হয়ে নির্বাচনী সভা করা ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে।

ওই ইউনিয়নের ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কৈজুরি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খোকন বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এর অনুলিপি দিয়েছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক, সিরাজগঞ্জ পুলিশ সুপার,জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার বরাবর। শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে তিনি স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান। 

এ বিষয়ে মোয়াজ্জেম হোসেন খোকন বলেন, ৮ ডিসেম্বর বিকেল ৪ টায় হাট পাচিল বাজারে নির্বাচনী পথসভা করেন নৌকার প্রার্থী মো. সাইফুল ইসলাম। এ সভা চলাকালে মুখে ও মাথায় কালো কাপড়ে বাঁধা ১০জন সন্ত্রাসী দ্বারা পরিবেষ্টিত হয়ে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। নৌকায় ভোট না দিলে নির্বাচনের পরে কারও বাড়িতে গরু-ছাগল কিছু থাকবে না। শস্তিতে বাস করতে চাইলে আগামী ২৬ ডিসেম্বরের নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিবেন। নৌকা প্রতীকে যারা ভোট দিবেন না, তাদের ভোটকেন্দ্রে যাওয়ার দরকার নাই।

এ সভায় আরও বক্তব্য রাখেন, শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদীসহ শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের একাধিক নের্তৃবৃন্দ। এরপর থেকে ভোটারদের মধ্যে চরম আতংক বিরাজ করছে।

শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী উল্টো প্রশ্ন করেন, কালো কাপড় পরায় আইনী কোনো বাঁধা আছে নাকি? পরে বলেন, আমি বক্তব্য দেয়ার সময় সামনের দিকে তাকিয়ে ছিলাম। পিছনে কারা ছিল তা আমি দেখতে পাইনি। যতদূর সম্ভব ষড়যন্ত্র করে স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া মার্কা) এই কাজটি করেছে। 

নির্বাচনে হেরে মসজিদের টিন খুলে নিলেন চেয়ারম্যান প্রার্থী

রিটার্নিং কর্মকর্তা (কৈজুরি ও জালালপুর) ও শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক জানান, আমি কালো কাপড় মুখে বাঁধা ছবিগুলো দেখেছি। সেগুলো দেখার পর কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামকে সতর্ক করা হয়েছে। 

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, মুখে কালো কাপড় বাঁধা বাহিনীর বিষয়টি আমাদের নজরেও এসেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কৈজুরি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, এরা সকলেই আমার সমর্থক তারা ধুলা-বালি থেকে মুক্ত থাকার জন্য কালো মাস্ক আর মাথায় কালো কাপড় পরেছিল। আমরা কখনই কোনো ভোটারকে ভয় দেখাইনি। আমার প্রতিদ্বন্দী প্রার্থী আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তাই আমিও তার বিরুদ্ধে  অভিযোগ দেবো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply