২০২১ সালের অস্ট্রেলিয়ান অ্যাশেজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করছেন ইংলিশ অধিনায়ক জো রুট। চারে নেমে অপরাজিত আছেন ৮৬ রানে। এর মাধ্যেম দারুণ এক রেকর্ডও গড়লেন তিনি। ইংলিশ ক্রিকেটার হিসেবে এক বছরে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখন রুটের।
এবছর এখনও পর্যন্ত জো রুটের সংগ্রহ ১৫৬৭ রান। সাদা বলে এই ইংলিশ অধিনায়কের আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। তিনি ২০০২ সালে ৬১ গড়ে ১৪৮১ রান করেছিলেন।
এছাড়াও এ বছর টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার তালিকায় সবার উপরে আছেন জো রুট। তার সামনে এখন হাতছানি দিচ্ছে টেস্ট ক্রিকেটে এক বছরে স্মরণকালের সবচেয়ে বেশি রানের রেকর্ড ছোঁয়ার।
আরও পড়ুন: রুট-মালানের দুই সেশনে ব্রিসবেনে ফিরছে ইংল্যান্ড
এর আগে এক বর্ষপঞ্জিতে সবচেয়ে বেশি ১৭৮৮ টেস্ট রান করে রেকর্ডের মালিক হচ্ছেন পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ। ২০০৬ সালে তিনি এই রেকর্ড করেন। ইউসুফের এই রেকর্ড স্পর্শ করতে জো রুটের দরকার আরও ২২১ রান।
Leave a reply