বিমানের মতো ট্রেনেও সেবিকা নিয়োগ দেবে ভারত

|

ছবি: সংগৃহীত।

সচরাচর বিমানে সেবিকা দেখতে অভ্যস্ত সবাই। এই চিরাচরিত দৃশ্য ভাঙতে চলেছে ভারতে। দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ এরই মধ্যে কয়েকটি ট্রেনে রেলসেবিকা পরীক্ষামূলকভাবে নিয়োগ দিয়েছে। তবে এবার স্থায়ীভাবে প্রিমিয়াম ট্রেনগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে ভারত। খবর জি নিউজের।

নিয়োগকৃত রেল সেবিকারা যাত্রীদের স্বাগত জানানো থেকে শুরু করে খাবার পরিবেশনসহ বিভিন্ন অভিযোগ নেয়া এবং যাত্রীদের সেবায় কাজ করবে। তবে যে সমস্ত ট্রেন দিনে চলাচল করে সেগুলোতে নারী রেলসেবিকাদের নিয়োগ দেয়া হবে। অন্যদিকে, রাতের ট্রেনগুলোতে যাত্রীদের সেবা দেবে পুরুষ রেলসেবিকা।

ভারতের ক্ষেত্রে এই রেল সেবিকার বিষয়টি নতুন হলেও অন্যান্য দেশে এরই মধ্যে চালু হয়েছে এই ধরনের সেবা। বিশেষ করে চীনে রেলসেবিকা বেশ জনপ্রিয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply