নির্বাচন ঘিরে সহিংসতা থামছেই না বোরহানউদ্দিনে

|

ভোলার বোরহানউদ্দিনে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন ঘিরে থামছে না সহিংসতা। একের পর এক হামলা ও ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত পরিবেশ। উদ্বেগ ও আতঙ্কে ভোটাররা। পুলিশ বলছে, ভোটের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করছেন তারা।

তাতবে থামছে না হামলা-ভাঙচুর। বহিরাগত সন্ত্রাসী দিয়ে নির্বাচনী ক্যাম্প গুঁড়িয়ে দেয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর। সবমিলিয়ে যেন থমথমে পরিবেশ। শুধু দেউলা নয়, উপজেলার অন্য ইউনিয়নগুলোতেও কমবেশি একই চিত্র। পাল্টাপাল্টি হামলা-অভিযোগেই চলছে প্রচারণা। কোনো কোনো প্রার্থীকে কাফনের কাপড় পরেও ভোটে নামতে দেখা গেছে। এতে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় ভোটাররা।

ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করছেন তারা। সহিংসতায় জড়িতদের শাস্তির আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : শার্শায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতা, শতাধিক বাড়িতে হামলার অভিযোগ

চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ভোলার বোরহানউদ্দিনের বেশ কয়েকটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply