ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলায় প্রেমের টানে একই দড়িতে ফাঁস দিয়ে দুলাভাই ও শ্যালিকা আত্মহত্যা করেছেন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সদর উপজেলার পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামে। মঙ্গলবার রাতে তারা একই রশিতে গ্রামের পীরতলা মাঠের কড়ই গাছের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন।
মৃতরা হলেন, পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে ও নারিকেলবাড়ীয়া জেড এম মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী কলি খাতুন (১৫) এবং মন্টু মোল্লার ছেলে বিল্লাল হোসেন (২৬)।
ঘোড়াশাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিটন জানান, ১০ দিন আগে তারা পালিয়ে যান। চার বছর আগে বিল্লাল হোসেনের সঙ্গে কলির বোন পিংকি খাতুনের বিয়ে হয়। তাদের ২ বছরের একটি সন্তান রয়েছে।
ঝিনাইদহ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a reply