মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত একপেশে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত দেশের ভেতরে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের উৎসাহিত করবে।
রোববার (১২ ডিসেম্বর) সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দ্বিপাক্ষিক এবং অভিন্ন ইস্যুসহ বহুপাক্ষিক ইস্যুতে দুই দেশ নিজ নিজ অবস্থান থেকে কাজ করছে।
তবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন লগ্নে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে বিস্মিত এবং ব্যথিত বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, র্যাব সাম্প্রতিক জঙ্গিবাদ দমনে অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিয়ে কাজ করছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় দু’দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না: তথ্যমন্ত্রী
ইউএইচ/
Leave a reply