এখনও পেরোনো হয়নি স্কুলের গণ্ডি। এই বয়সেই বিশ্ব ভ্রমণে বেড়িয়েছেন জারা রাদারফোর্ড। নিজের ছোট্ট বিমানেই তিনি পাড়ি দেন হাজার হাজার মাইল।
একাই বিমান চালিয়ে বিশ্ব ভ্রমণ করছেন ১৯ বছর বয়সী ব্রিটিশ-বেলজিয়ান ওই তরুণী। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, কলম্বিয়াসহ ৫২টি দেশ ঘুরে ফেলেছেন তিনি। পাড়ি দিয়েছেন ৫১ হাজার কিলোমিটার পথ। তবে এই সফরে বহুবার বাঁধার মুখেও পড়তে হয়েছে তাকে। ভিসা জটিলতায় ঢুকতে পারেননি অনেক দেশেই। ভবিষ্যতে নভোচারী হওয়ার ইচ্ছে জারার।
কয়েক মাসের সফরে ব্রিটিশ-বেলজিয়ান এই তরুণী ঘুরে ফেলেছেন ৫টি মহাদেশের অর্ধশতাধিক দেশ। শুধু রেকর্ড গড়াই নয়, শৈশবের স্বপ্ন পূরণে তার এই রোমাঞ্চকর যাত্রা। তবে দীর্ঘ এই পথ চলাটা মোটেও সহজ ছিল না। বিশ্বভ্রমণে বেড়িয়ে তাকে পড়তে হয়েছে নানা প্রতিবন্ধকতার মুখে।
জারা রাদারফোর্ড জানান, সত্যিই চ্যালেঞ্জিং ছিল তার এই ভ্রমণ। ভিসা জটিলতার কারণে রাশিয়াসহ অনেক দেশই ঢুকতে দেয়নি তাকে। আবার আবহাওয়া খারাপ থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও যেতে পারেননি অনেক দেশে। জারা বলেন, আশা করছি ক্রিসমাসের আগেই আমার ভ্রমণ শেষ হবে।
শুধু আকাশ পথেই নয়, ভ্রমণ ক্ষুধা মেটাতে ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন শহরের ইতিহাস ঐতিহ্যের পেছনে। নারী হিসেবে তার এই অর্জন সারা ফেলেছে গোটা বিশ্বে। জারা বলেন, আমি শূন্য থেকে সব কিছুই দেখতে পাই। এর অনুভূতি বলে বোঝানো যাবে না। তবে মন চাইলেই কোনো শহরে নেমে পড়ি। সেখানকার যাদুঘর ঘুরে দেখি, রেস্তোরাঁয় খাবার খাই। এভাবে আরও কিছুদিন চলতে চান বলেও জানান তিনি।
আরও পড়ুন : বিমান চুরি করতে গিয়ে যুবক আটক
সবচেয়ে কম বয়সী নারী হিসেবে নিজে বিমান চালিয়ে বিশ্ব ভ্রমণের রেকর্ড গড়লেন রাদারফোর্ড। এর আগে এমন কীর্তি গড়েছেন আরও দুজন।
/এডব্লিউ
Leave a reply