মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন: সিদ্ধান্ত হতে পারে আজ

|

সদ্য প্রতিমন্ত্রির দায়িত্ব হারানো ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মামলার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালে গতকাল নারীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন বিএনপিপন্থী আইনজীবীরা। একইদিনে ঢাকার বাইরে রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটেও একই অভিযোগে মামলা করা হয়।

মামলায় ডা. মুরাদ হাসান ছাড়াও যে ফেসবুক লাইভে এসে ডা. মুরাদ বিতর্কিত মন্তব্য করেন সেই অনুষ্ঠান নাহিদরেইন্স পিকচার্সের সঞ্চালক নাহিদ রেইনসকেও আসামি করা হয়েছে।

আরও পড়ুন : ডা. মুরাদ যেন ক্লান্ত এক পথিক, সহসাই শেষ হচ্ছে দৌড়?

এদিকে, কানাডায় ঢুকতে না পেরে শেষমেশ দেশে ফিরেছেন ডা. মুরাদ। রোববার বিকালে দুবাই থেকে ঢাকায় ফিরে বিমানবন্দর থেকেই একটি প্রাইভেটকারে করে বেরিয়ে পড়েন তিনি। তবে ডা. মুরাদ ধানমন্ডির বাসায় যাননি বলে জানা গেছে। বিমানবন্দরে নামার পর সাবেক এই প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে কয়েকটি সূত্র।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply