কাবুলে মার্কিন ড্রোন হামলায় নিহতের ঘটনায় সাজা পেতে হবে না যুক্তরাষ্ট্রের কোনো সেনাসদস্য বা কর্মকর্তাকে। সোমবার (১৩ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দফতর পেন্টাগন। তারা জানায়, কোনো অবহেলা বা দুর্বল নেতৃত্বের কারণে নয়, পদ্ধতিগত ত্রুটির কারণেই হামলার ঘটনা হয়েছে।
বলা হয়, ড্রোন হামলায় জড়িত ব্যক্তিদের কাছে তথ্য ছিল, দ্রুতই জঙ্গি হামলা চালানো হতে পারে। মূলত সেই হামলা ঠেকাতেই ড্রোন হামলা চালানো হয়।
পেন্টাগনের মুখপাত্র জানান, হামলার ঘটনা নিয়ে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা প্রতিরক্ষা দফতরে পৌঁছেছে। সেখানে হামলায় জড়িতদের বিরুদ্ধে কোনো জবাবদিহির সুপারিশ করা হয়নি।
আরও পড়ুন : তুরস্ক থেকে ড্রোন কিনছে ভারত
গত আগস্টে একটি গাড়িতে চালানো হামলায় সাত শিশুসহ ১০ জন নিহত হয়।
/এডব্লিউ
Leave a reply