মানিকগঞ্জে পাইকারি আড়তে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। নতুন পেঁয়াজ ওঠায় উর্ধ্বমুখী পেঁয়াজের বাজার এখন নিম্নমুখী। স্থানীয় আড়তে প্রতি মণ নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫শ’ থেকে ১৬শ’ টাকা দরে। এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। দাম কমায় ভোক্তা পর্যায়ে স্বস্তি ফিরলেও লোকসানের মুখে পড়ার শঙ্কা পেঁয়াজ চাষিদের।((প্যানেল-০৭)) ক্রেতা-বিক্রেতায় সরগরম মানিকগঞ্জের সবচেয়ে বড় পেঁয়াজের পাইকারী আড়ত বরংগাইল বাজার।
আপস..
পুরাতন পেঁয়াজের পাশাপাশি এই আড়তে উঠতে শুরু করেছে নতুন জাতের পেঁয়াজ। যা স্থানীয়ভাবে মুড়িকাটা পেঁয়াজ নামে পরিচিত। আগাম পেঁয়াজ বাজারে আসতেই, কমতে শুরু করেছে দাম। তিনদিনের ব্যবধানে পাইকারী বাজারে দাম কমেছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা।
ভক্সপপঃ
ঘূর্নিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টিপাত হওয়ায় এবার বাজারে কিছুটা বিলম্বে উঠেছে মুড়িকাটা পেঁয়াজ। সরবরাহ বৃদ্ধিতে পেঁয়াজের দাম কমতে শুরু করলেও, লোকসানের মুখে পড়েছেন চাষীরা। তারা বলছেন, তাদের উৎপাদন খরচই ওঠছে না।
ভক্সপপঃ
সংশ্লিষ্টরা বলছেন, পেঁয়াজের সংকট নিরসনে বাজার নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি বাড়াতে হবে দেশীয় পেঁয়াজের উৎপাদন।এজন্য চাষীদের দিতে হবে উৎসাহ।
ভক্সপপঃ
মানিকগঞ্জে উৎপাদিত পেঁয়াজ রাজধানীসহ আশপাশের জেলাগুলোতে সরবরাহ হয়ে আসছে।
বি.এম খোরশেদ
যমুনা নিউজ, মানিকগঞ্জ।
Leave a reply