এক বছরে ম্যাচ জয়ের রেকর্ড গড়লো পাকিস্তান

|

ছবি: সংগৃহীত।

এক বছরে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়লো পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে প্রথম টি-২০ জিতে এই রেকর্ড গড়েছে বাবর আজমের দল।

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। এর মাধ্যমে চলতি বছরে এই নিয়ে মোট ১৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে জয় তুলে নেয় তারা।

আরও পড়ুন: বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান

এক ক্যালেন্ডার ইয়ারে আর কোনো দলই এত বেশি ম্যাচ জিততে পারেনি। এই তালিকার দ্বিতীয় স্থানে অবস্তান ভারত ও তৃতীয় স্থানে রয়েছে আইসিসির সহযোগী দেশ উগান্ডা। এর আগেও ২০১৮ সালে মোট ১৭ টি ম্যাচ জিতে রেকর্ড গড়ে শীর্ষে ছিলো পাকিস্তান।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে ৫ ম্যাচের পাচটিতেই জিতে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল। সেমিফাইনালেই শুধু হারে দলটি। বিদায় নিতে হয় আসর থেকেও। বিশ্বকাপ থেকে বিদায়ের পরপরই বাংলাদেশ সফরে আসে দলটি। সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে তারা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply