অলিম্পিকে ভাঙল ১২৫ বছরের প্রথা!

|

কোনও স্টেডিয়ামে নয়, বিভিন্ন দেশের অ্যাথলেটদের নিয়ে ২০২৪ সালে ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হবে জলে। ওই বছরের ২৬ জুলাই দেশটির স্যেন নদীতে হবে উদ্বোধনী অনুষ্ঠান। খবর আনন্দবাজার পত্রিকার।

২০০ এর বেশি দেশের অ্যাথলেটদের নিয়ে ১৬০টির অধিক নৌকা ওইদিন স্যেন নদীতে ভাসবে। আর সমাপ্তি অনুষ্ঠান হবে আইফেল টাওয়ারের সামনে ত্রোকাদেরো গার্ডেন্সে।

২০২৪ অলিম্পিক আয়োজক কমিটির প্রধান তোনি এস্তাগুয়ে বলেন, তাদের অনুমান, ৬ লক্ষের বেশি দর্শক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হবেন। তাদের একাংশ টিকিট কেটে স্যেন নদীর দু’ ধারে বসে অনুষ্ঠান দেখতে পারবেন।

আর এই পরিকল্পনায় সম্মতি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। এত বড় আয়োজন শহরের একেবারে মাঝখানে দীর্ঘ সময় ধরে করাটা নিরাপত্তার দিক দিয়ে কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে ফ্রান্স সরকারের চিন্তা ছিল। পুলিশের পক্ষ থেকে প্রথমে বলা হয় ২৫ হাজারের বেশি দর্শককে উদ্বোধনী অনুষ্ঠানে থাকার অনুমতি দেওয়া হবে না। অন্যদিকে আয়োজকদের দাবি ছিল, সংখ্যাটা ২০ লক্ষ করতে হবে। শেষ পর্যন্ত দর্শেকের সংখ্যা ৬ লাখের মতো রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, ১৮৯৬ সালে গ্রীসের এথেন্সে অলিম্পিকের প্রথম আসর অনুষ্ঠিত হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply