হৃদরোগের সমস্যার কারণে সব ধরণের ফুটবল থেকে অবসর নিতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা সার্জিও অ্যাগুয়েরো।
বুধবার (১৫ ডিসেম্বর) এক অনুষ্ঠানের মাধ্যমে ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানাবেন তিনি। এরইমধ্যে তার ক্লাব বার্সেলোনাকে অবসরের কথা জানান এই স্ট্রাইকার।
ফুটবল ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে তেমন কিছু না করতে পারলেও সাবেক ক্লাব ম্যানচেস্টার সিটির জার্সিতে ৩৯০ ম্যাচ খেলে করেছেন ২৬০ গোল। আর্জেন্টিনার জার্সি গায়ে ৪১ গোল আছে এই তারকার।
গত ৩০ অক্টোবর লা লিগায় আলাভেসের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে আগুয়েরো ইশারায় জানান, তিনি মাঠ ছাড়তে চান। মাঠেই বুকে হাত দিয়ে কিছুক্ষণ শুয়েও থাকতে দেখা যায় তাকে। মেডিকেল স্টাফরা এগিয়ে আসলেও একটু পরে আগুয়েরো নিজেই উঠে মাঠ ছেড়ে যান।
আরও পড়ুন: নবী, রশিদদের জন্য কঠোর আইন আফগানিস্তান ক্রিকেটে
এরপর গত ১ নভেম্বর বার্সেলোনা কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে আগুয়েরোকে। এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি, আর খেলায় ফেরার ব্যাপারটি নির্ভর করবে তার সেরে ওঠার ওপরে।
Leave a reply