আরেক নারী ক্রিকেটার করোনায় আক্রান্ত

|

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে থেকে বিশ্বকাপ বাছাইপর্ব খেলে ফেরা বাংলাদেশ নারী দলের আরও একজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। তবে আগের দুইজনের মতো তিনিও করোনার নতুনে ধরন ওমিক্রনে আক্রান্ত নাকি ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত তা এখনো নিশ্চিত নয়।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী আরও এক নারী ক্রিকেটারের করানোয় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

দেবাশিষ চৌধুরী জানান, নতুন করে একজন করোনায় আক্রান্ত হয়েছেন তা নিশ্চিত। তবে করোনার কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত তা এখনই বলা যাচ্ছে না। তিনি আরও জানান, ওমিক্রনে আক্রান্ত দুইজনসহ নতুন তিনজনকে বর্তমানে ‘সরকারি ব্যবস্থাপনায়’ আইসোলেশনে রাখা হয়েছে। দলের বাকি সদস্যদেরও কোয়েরেন্টাইনে রাখা হয়েছে। তাদের আগামীকাল আবারও করোনা পরীক্ষা করা হবে। যদি ফলাফল নেগেটিভ আসে তখন তাদের ছেড়ে দেয়া হবে।

এদিকে উইমেন্স ক্রিকেট কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল জানান, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার সুস্থ আছেন। সবকিছু ঠিক থাকলে তিন-চার দিনের মধ্যেই সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারবেন তারা বিশ্বাস বিসিবির।

উল্লেখ্য, করোনার নতুন ধরন ওমিক্রন আসার পর জিম্বাবুয়েতে হওয়া ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব বাতিল হয়ে গিয়েছিল মাঝপথেই। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগও পেয়েছে বাংলাদেশ। তবে ১ ডিসেম্বর দেশে ফিরেই ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে কোয়েরেন্টাইনে রাখা হয় তাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply