শনাক্ত না হলেও বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। মঙ্গলবার এক সংবাদ বিবৃতিতে এ উদ্বেগ জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক।
বিবৃতিতে তেদ্রোস আধানম নিশ্চিত করেন, বিশ্বের ৭৭টি দেশে এখন পর্যন্ত ওমিক্রন শনাক্ত হয়েছে। তার আশংকা, এই দেশগুলোর বাইরেও ওমিক্রনের উপস্থিতি থাকতে পারে। অপ্রত্যাশিতভাবে ছড়িয়ে পড়ার কারণে অনেক দেশ এখনও শনাক্ত করতে পারেনি। উদ্বেগ প্রকাশ করেন, ওমিক্রনকে এখনও তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে।
তিনি দাবি করেন- কম গুরুতর হলেও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলে চাপ সৃষ্টি করতে পারে হাসপাতালগুলোয়। এ সময় ভ্যাকসিনের অসম বণ্টন এবং বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি।
তেদ্রোস আধানম বলেন, ৭৭টি দেশে এখন পর্যন্ত ওমিক্রন পাওয়া গেছে। বাস্তবতা হলো- শনাক্ত না হলেও বিশ্বের প্রায় সব দেশেই ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। অতীতের ধরনগুলোর সময়, এতোটা দ্রুতগতির সংক্রমণ দেখিনি আমরা। আফসোসের বিষয়, উপসর্গ ততোটা জোরালো না হওয়ায় মানুষ এখনও হালকাভাবে নিচ্ছে বিষয়টিকে। গাফিলতির কারণে আমরাই ভবিষ্যৎ বিপদ ডেকে আনছি।
আরও পড়ুন: ‘ওমিক্রন ঠেকাতে ৯০ শতাংশ কার্যকর ফাইজারের পিল’
গেলো ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন শনাক্ত হয়। সোমবার এ ভ্যারিয়েন্ট প্রথম মৃত্যু দেখে ব্রিটেন।
ইউএইচ/
Leave a reply