স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান কাল

|

ছবি: সংগৃহীত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান কাল। আজ থেকেই আসতে শুরু করছেন বিদেশি অতিথিরা।

স্ত্রী-কন্যাকে নিয়ে সকাল সাড়ে দশটায় আসবেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এরপর কোবিন্দ জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সেখান থেকে ফিরে দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। বিকেল সাড়ে ৪টায় হোটেল সোনারগাঁওয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীকাল বিকেলে সংসদ ভবন দক্ষিণ প্লাজায়- সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ‘মহাবিজয়ে মহানায়ক’ অনুষ্ঠানে যোগ দেবেন কোবিন্দ। তিনিসহ এই উৎসবে যোগ দিচ্ছেন সাত দেশের ৩০২ জন ভিভিআইপি অতিথি।

এ উপলক্ষে ৪ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন সড়কে নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। এরইমধ্যে উৎসব ভেন্যুসহ পুরো রাজধানী সেজেছে বর্ণিল সাজে।
আরও পড়ুন: জাপানি দুই শিশু মায়ের কাছে থাকবে ৩ জানুয়ারি পর্যন্ত: আপিল বিভাগ

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply