গভীর সমুদ্রে বাণিজ্যিক জাহাজে ডাকাতি, আটক ৪৩

|

গভীর বঙ্গোপসাগরে বাণিজ্যিক জাহাজে ডাকাতিকালে ৪৩ জনকে আটক করা হয়েছে। বিসিজিএস মনসুর আলী নামক একটি টহলরত জাহাজ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৪ ডিসেম্বর ২০২১ আনুমানিক ১২টায় কোস্ট গার্ড পূর্ব জোন জানতে পারে যে, কক্সবাজার লাইট হাউজ হতে আনুমানিক ৩৭ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে এমভি লাডিনডা নামক একটি স্ক্র্যাপ ভেসেলে একদল ডাকাত ডাকাতি করছে। পরবর্তীতে বিষয়টি তদন্তের জন্য কোস্ট গার্ড পূর্ব জোন কর্তৃক সমুদ্রে টহলরত বিসিজিএস মনসুর আলী জাহাজকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ওই ভেসেল হতে ডাকাতিরত অবস্থায় ২টি বোটসহ ৪৩ জন ডাকাত সদস্যকে আটক করা হয়।

আরও পড়ুন: ৪০ বছর ধরে তৈরি করেন শুধু বাংলাদেশের পতাকা, মরতে চান পতাকা নিয়েই

আটককৃত ডাকতদের নিকট হতে বেশ কিছু বার্থিং হাউজার, স্টিল ওয়াররোপসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল এবং আটককৃত ডাকাতদের পতেঙ্গা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply