শুধু পিলার দেখেই ৬ বছর পার, সেতু আর হয়নি

|

৬ বছর ধরে শুধু পিলার দেখেই দিন পার করছে রাঙ্গামাটির লংগদু উপজেলার পূর্ব মালদ্বীপ গ্রামের মানুষ। সেতু আর হয়নি। পারাপারে একমাত্র ভরসা কলাগাছের ভেলা। ভোগান্তির শেষ নেই স্থানীয়দের। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অন্যদিকে সেতুর কাজ শেষ না করলেও পুরো বিল তুলে নিয়েছে ঠিকাদার।

দুই প্রান্তে ফুটব্রিজের সাইড ওয়াল। আর মাঝে চারটি অর্ধনির্মিত পিলার। পানির ওপর মাথা তুলে আছে মরচে ধরা লোহার রড। রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের পূর্ব মালদ্বীপ গ্রামে সোনাই ছড়া খালে নির্মাণাধীন সেতুর চিত্র এটি।

৬ বছর ধরে এই একই চিত্র দেখে আসছেন স্থানীয়রা। সেতু হচ্ছে না, তাই পারাপারে চলছে দুই প্রান্তে দড়ি দিয়ে বাঁধা ভেলায় চড়ে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত বছরও প্রাণ গেছে ১ জনের।

২০১৫ সালে ১৫ লাখ টাকায় সেতু নির্মাণ শুরু করেছিলো রাঙামাটি জেলা পরিষদের নিযুক্ত ঠিকাদার। শেষ হয়নি ৬ বছরেও, ফলে জনদুর্ভোগ চরমে।

তবে কাজ শেষ না হলেও বরাদ্দ ১৫ লাখ টাকার পুরোটাই তুলে ফেলেছেন ঠিকাদার শাহ নজরুল ইসলাম। এখন এই প্রকল্পের জন্য আরও টাকা চাইছেন তিনি। সেতুর অসমাপ্ত কাজ দ্রুত শেষ করে ভোগান্তি লাঘবের দাবি স্থানীয়দের।

আরও পড়ুন : মুক্তিযোদ্ধাকে দেয়া প্রধানমন্ত্রীর উপহার কেড়ে নিলো কারা?

এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের অংসুপ্রু চৌধুরী।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply