আখাউড়া প্রতিনিধি:
আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি সফিকুল ইসলাম যমুনা নিউজকে বলেন, বিজয় দিবস উপলক্ষ্যে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে আখাউড়া বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।
শনিবার সকালে বন্দর দিয়ে ত্রিপুরায় মাছ রফতানির মধ্য দিয়ে পুনরায় আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম শুরু হবে। আখাউড়া কাস্টমস রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানান, বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম ও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
/এডব্লিউ
Leave a reply