ইউনেস্কোর তালিকায় স্থান পেলো কলকাতার দুর্গাপূজা

|

ছবি: সংগৃহীত

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেলো কলকাতার দুর্গাপূজা। বুধবার জাতিসংঘের অঙ্গ-সংগঠনটির টুইটবার্তায় এ তথ্য জানানো হয়।

এর ফলে পশ্চিমবঙ্গের প্রধান ও প্রাণের উৎসব পেলো ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’-এর সম্মান। জানানো হয়- ধর্ম ও শিল্পকলার মেলবন্ধনের একটি প্রকৃত উদাহরণ পশ্চিমবঙ্গের দুর্গোৎসব। প্যারিসে ইউনেস্কোর বিশেষ কমিটির অধিবেশনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৩ ডিসেম্বর থেকে চলছে এ অধিবেশন। এই সংস্থাটি প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানকে স্বীকৃতি প্রদান করে।

এর আগে বিশ্বজুড়ে সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে বিশ্বের মোট পাঁচটি দেশ ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল ও বলিভিয়ার উৎসবকে স্বীকৃতি দিয়েছে সংস্থাটি। এবার সেই তালিকায় উঠে এলো ভারতের পশ্চিমবঙ্গের নাম।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply