যুক্তরাজ্যে রেকর্ড গড়লো করোনাভাইরাসে দৈনিক সংক্রমণের শনাক্ত। বুধবার দেশটিতে ৭৮ হাজার ৬১০ জনের শরীরে মিললো ভাইরাসটি। দেশটিতে ওমিক্রন ভ্যারিয়েন্টে একজনের মৃত্যু এবং সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি এলো রেকর্ড শনাক্তের খবর।
চলতি বছর জানুয়ারিতে একদিনে সর্বোচ্চ ৬৮ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয় ব্রিটেনে। যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থার তথ্য অনুসারে, বুধবার ৪ হাজার ৬৭১ জনের শরীরে মিলেছে ওমিক্রন। এর ফলে ব্রিটেনে ভ্যারিয়েন্টটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ১৭ জনে।
মঙ্গলবার মহামারি মোকাবিলায় একগুচ্ছ কঠোর বিধিনিষেধ ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। স্বাস্থ্য কাঠামোর ওপর চাপ কমাতে প্রাপ্তবয়স্ক সবার বাধ্যতামূলক বুস্টার ডোজ গ্রহণের নির্দেশনা দেন তিনি। করোনা মহামারিতে দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৪৭ হাজারের কাছাকাছি।
বরিস জনসন বলেন, ওমিক্রনের প্রভাবে মহামারির নতুন ধাক্কার মুখোমুখি ব্রিটেন। একদিনে সর্বোচ্চ ৭৮ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হলো দেশে। অবশ্য এদের প্রায় সবাই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। গেলো সপ্তাহে ১০ শতাংশ বেড়েছে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও। যা নিঃসন্দেহে উদ্বেগের খবর। একটাই আশার বাণী- সরকার গৃহীত একগুচ্ছ বিধিনিষেধে সাড়া দিয়েছেন ব্রিটিশরা।
ইউএইচ/
Leave a reply