অধিনায়কত্ব ফিরে পেলেন স্মিথ

|

ছবি: সংগৃহীত

কামিন্সের না থাকায় অধিনায়কত্বের দায়িত্ব পড়েছে স্টিভ স্মিথের ঘাড়ে। এর ফলে দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর পর অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পেলেন তিনি।

কোভিডে আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসায় অ্যাডিলেইড টেস্টে দলে রাখা হয়নি অধিনায়ক প্যাট কামিন্সকে। অস্ট্রেলিয়ান কোভিড প্রোটোকল অনুযায়ী ভ্যাকসিন দেয়া সত্ত্বেও তার আবার করোনা পরীক্ষা করানো হবে। বর্তমানে আইসোলেশনে রয়েছেন এই ক্রিকেটার।

পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে নেমেছে অস্ট্রেলিয়া। খেলা মাঠে গড়ানোর ঠিক আগ মুহূর্তে কোভিড প্রোটোকলের কারণে অ্যাডিলেইড টেস্ট থেকে ছিটকে গেছেন অধিনায়ক প্যাট কামিন্স। তার পরিবর্তে একাদশে জায়গা হয়েছে মাইকেল নেসারের। আর ইনজুরির কারণে ছিটকে যাওয়া জশ হেইজলউডের পরিবর্তে ডাক পেয়েছেন ঝাই রিচার্ডসন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply