ডিভিলিয়ার্স-গ্রায়েম স্মিথ-মার্ক বর্ণবাদের দায়ে অভিযুক্ত

|

ছবি: সংগৃহীত

যুগের পর যুগ, দশকের পর দশক কেটে যাচ্ছে। কিন্তু বর্ণবৈষম্য বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের। বুধবার বর্ণবৈষম্যের অভিযোগে অভিযুক্ত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট! যেখানে নাম জড়িয়ে গেলো গ্রায়েম স্মিথ, এবি ডিভিলিয়ার্সের মতো ক্রিকেট কিংবদন্তিদের নাম!

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে বর্ণবৈষম্য সত্যিই এখনও আছে কি না, তা তদন্ত করে দেখছিল এসজেএন কমিশন। কমিশনের পেশ করা দুইশ’ পঁয়ত্রিশ পাতার রিপোর্টে লেখা রয়েছে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড কর্মকর্তারা, দেশের নামজাদা ক্রিকেটারসহ অনেকেই বর্ণবৈষম্য চালিয়েছেন। অভিযুক্ত করা হয়েছে দক্ষিণ আফ্রিকা বোর্ডের বর্তমান ডিরেক্টর গ্রায়েম স্মিথ, হেড কোচ মার্ক বাউচার এবং কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সকে।

কমিশনের রিপোর্টে আরও বলা হয়েছে, তারা কোনো না কোনো বর্ণবৈষম্যকে প্রশ্রয় দিয়েছেন। দল নির্বাচন করেছেন বর্ণের ভিত্তিতে! যে অভিযোগ মারাত্মক। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকা বোর্ডে চিরস্থায়ী রদবদলের নির্দেশও দিয়েছে কমিশন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply