চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক তরুণী। কিন্তু সৌভাগ্যবশত তিনি শুধু বেঁচেই যাননি, একইসাথে কোনো আঘাতই পাননি তিনি। তুরস্কের ইস্তামবুলের সিসলি মেট্টো স্টেশনে এই ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ডেইলি সাবাহ’র প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক তরুণী জামার হাতা তুলে ট্রেনের সামনে ঝাঁপ দেয়ার প্রস্তুতি নেন। পাতাল স্টেশনে রেল আসামাত্র ঝাঁপ দেন তিনি। ঘটনার আকস্মিকতায় প্রত্যক্ষদর্শীরা হতবাক হয়ে যান। তবে এর কিছুক্ষণ পর ওই তরুণী অক্ষত অবস্থায় ট্রেনের পেছন থেকে বের হন। প্লাটফর্মের এক যাত্রী তাকে বের হতে সহায়তা করেন।
এরপর ওই তরুণীকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতাল থেকে নিশ্চিত করা হয়, তিনি কোনো ধরনের আঘাত পাননি। ওই তরুণী মনস্তাত্ত্বিক সমস্যায় ভুগছিলেন বলে খবরে বলা হয়েছে।
আরও পড়ুন: মাটির চুলায় রান্না করে বছরে মৃত্যুবরণ করছেন ১৮ হাজার মানুষ: গবেষণা
Leave a reply