খেলনা পিস্তল দিয়ে র‍্যাবকে হুমকি, আটক ৩ মাদকব্যবসায়ী

|

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় প্রতিরোধের মুখে পড়ে র‍্যাব। এসময় মাদক ব্যবসায়ীরা খেলনা পিস্তল দিয়ে হুমকি দিলেও র‍্যাব সাহসিকতা দেখিয়ে ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বিজয়নগর গ্রামের শাহারিয়ার নাজিম জয়, পরশ ও তারেক মাহফুজ। এসময় র‍্যাব সদস্যরা ১৭৭ বোতল ফেনসিডিল, ১টি খেলনা পিস্তল ও মোটরসাইকেল উদ্ধার করেছে। ঐ অভিযানে মাদক ব্যবসায়ীদের হামলায় কনস্টেবল রোকনুজ্জামান আহত হয়েছেন।

র‍‍্যাবের ভাষ্যমতে, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ি উপজেলার বিজয়নগর গ্রামের একটি পরিত্যক্ত জুট মিলের পাশে অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে চার মাদক ব্যবসায়ী দুটি বস্তা ফেলে পালানোর চেষ্টা করে। র‍্যাব সদস্যরা তাদের ঘিরে ফেললে আসামি পরশ চাপাতি দিয়ে কনস্টেবল রোকনুজ্জামানের মাথায় আঘাতের চেষ্টা করেন। রোকনুজ্জামান হাত দিয়ে ঠেকাতে গেলে আঙুল কেটে জখম হয়।

আরও পড়ুন: যমুনা নিউজে খবর প্রকাশের পর ঘর পেতে যাচ্ছেন গোয়ালঘরে থাকা ৭৫ বছরের বৃদ্ধ

এসময় মাদক ব্যবসায়ী শাহরিয়ার খেলনা পিস্তল বের করে এক র‍্যাব সদস্যের মাথায় ধরে গুলি করার হুমকি দেয়। র‍্যাব সদস্যরা ভয় না পেয়ে কৌশলে ঐ তিনজনকে ধরতে পারলেও একজন পালিয়ে যায়। গ্রেফতারের পর আজ শুক্রবার র‍্যাবের মামলায় তিনজনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply