দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে করোনা টিকার বুস্টার ডোজের ট্রায়াল। অগ্রাধিকার পাবেন ষাটোর্ধ্ব আর ফ্রন্টলাইনরা। এমন তথ্য জানিয়েছেন স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেন, মহাখালীতে একটি কেন্দ্রে চলবে বুস্টার ডোজ ট্রায়ালের কার্যক্রম। প্রথমেই ফাইজার টিকার বুস্টার ডোজ দেয়া হবে বলেও জানান তিনি। মন্ত্রী জানান, যারা প্রথম দিকে টিকা পেয়েছেন তাদের মধ্যে কিছু মানুষের তালিকা করে বুস্টার ডোজের আওতায় আনা হয়েছে। বাকিদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে টিকা নিতে হবে।
পর্যায়ক্রমে সারাদেশেই এই কর্মসূচি চালু হবে। মন্ত্রী বলেন, সরকারের হাতে বর্তমানে ফাইজারের ৭ কোটি টিকা রয়েছে। আগামী মাসে আসবে আরও দুই কোটি ডোজ টিকা।
তবে দেশে বুস্টার ডোজ দেয়া নিয়ে বিভিন্ন মহলে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভ্যাকসিন বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি এখনই বুস্টার ডোজের পক্ষে নয়। তারা মনে করে, আগে বেশিরভাগ মানুষের ২ ডোজ টিকা নিশ্চিত করা জরুরি। নাহয় সুবিধাবঞ্চিত ও কম শিক্ষিতরা টিকাদানের আড়ালেই থেকে যাবে। এ সংক্রান্ত প্রতিবেদনটি পড়ুন এই লিংকে।
/এডব্লিউ
Leave a reply