শচিনকে বোর্ড প্রশাসনে যুক্ত করার ইঙ্গিত সৌরভের

|

ভারত ক্রিকেট দলের বিখ্যাত ফোভারিট ফাইভের তিনজনই দেশের ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত। সৌরভ গাঙ্গুলী বোর্ড প্রেসিডেন্ট, রাহুল দ্রাবিড় ভারতীয় কোচের ভূমিকায়। আর ভিভিএস লক্ষ্মণ জাতীয় ক্রিকেট একাডেমির চেয়ারম্যান পদে যুক্ত হয়েছেন সম্প্রতি। বাকি রয়েছেন দুইজন, তার মধ্যে শচিন টেন্ডুলকার ও অনিল কুম্বলে কোনো পদে নেই। বিষয়টি নিশ্চয় সৌরভের মাথায় আছে। বোধহয় এ কারণেই এক সাক্ষাৎকারে বোর্ড প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়ে বলেছেন, ভবিষ্যতে শচিন হয়তো বোর্ড প্রশাসনে যুক্ত হতে পারেন।

যদিও সৌরভ সরাসরি বলেছেন, শচিনের বিষয়টি আলাদা, সে প্রশাসনিক বিষয়ের মধ্যে জড়াতে চায় না। কিন্তু আমি জানি শচিন যদি ভারতীয় ক্রিকেটের সঙ্গে কোনোভাবে যুক্ত হতে পারে, তাহলে সেটার থেকে ভালো কোনও খবর হতেই পারে না। কোনো না কোনো সময় নিশ্চয়ই ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত হবে। তবে কীভাবে, সেটা ভেবে দেখতে হবে।

শচিন, সৌরভ ও লক্ষ্মণদের একটি পরামর্শদাতা কমিটি নিয়োগ করেছিল লোধা কমিটি। পাশাপাশি শচিন ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের পরামর্শক, তিনি অবশ্য সেই পদে রয়ে গিয়েছেন। এছাড়া আর কোনো পদে তাকে দেখা যায়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply