ইরাকে আকস্মিক বন্যায় ৩ বিদেশিসহ নিহত ১২

|

ছবি: সংগৃহীত।

ইরাকে ভয়াবহ বন্যায় ৩ বিদেশি নাগরিকসহ প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১২ জন। আকস্মিক দুর্যোগে এখনও নিখোঁজ বেশ কয়েকজন।

রাতভর টানা বৃষ্টিতে শুক্রবার (১৭ ডিসেম্বর) দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ কুর্দিস্তানে সৃষ্টি হয় এ পরিস্থিতি।

খরাপ্রবণ এ দেশটিতে হঠাৎ বন্যায় পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। পানির প্রবল স্রোতে ভেসে গেছে অনেক যানবাহন। বেশ কিছু এলাকায় বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। সড়ক ভেঙে বন্ধ হয়ে গেছে যান চলাচল। সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের সন্ধান ও ধ্বংসস্তূপ সরাতে চলছে ফায়ার সার্ভিসের অভিযান।

আরও পড়ুন: ফিলিস্তিনির গুলিতে ইসরায়েলির মৃত্যু; উত্তপ্ত পশ্চিম তীর

শীতকালে ইরাকের উত্তরাঞ্চলে প্রায়ই তৈরি হয় এমন বন্যা পরিস্থিতি। এর আগে ২০১৮ সালে ভয়াবহ বন্যায় দেশটিতে প্রাণ যায় বহু মানুষের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply