রাজধানীর শাহআলী থানা এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি করার সময় ৬ জনকে আটক করেছে র্যাব। নগদন প্রায় ৭ হাজার টাকা ও ৫টি মোবাইলসহ তাদের ধরা হয়েছে।
র্যাব ৪ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁদাবাজীর নগদ ৬ হাজার ৯৭৩ টাকা ও ৫টি মোবাইল ফোনসহ ওই ৬ জনকে আটক করেছে তারা। আটক ৬ জন হলো: মো. রমজান (২৮), মো. ঝন্টু (৩৫), মো. আবু সাইদ (২৮), মো. আলমগীর হোসেন (৩৮), মো. জুয়েল হাওলাদার (২৯), মো. মেহেদী হাসান (২০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের চাঁদাবাজ পরিচয় স্বীকার করেছে। পলাতক ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের সাথে মিলে দীর্ঘদিন ধরে ওই এলাকা বিভিন্ন দোকান থেকে চাঁদাবাজি করতো তারা। কেউ চাঁদা না দিতে চাইলে তারা ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়ার কথাও স্বীকার করেছে আটক ৬ জন।
গতকাল মিরপুর থেকে সামরিক বাহিনীর অফিসার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে একজনকে আটক করেছে র্যাব । প্রতিবেদনটি পড়তে এই লিংকে প্রবেশ করুন।
/এডব্লিউ
Leave a reply