প্রতি ৩ দিনে দ্বিগুণ হচ্ছে ওমিক্রনের সংক্রমণ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

|

ছবি: সংগৃহীত

এখন পর্যন্ত বিশ্বের ৮৯টি দেশে শনাক্ত হয়েছে এক মাস আগে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রতি ৩ দিনে দ্বিগুণ হচ্ছে ওমিক্রনের সংক্রমণ। খবর আলজাজিরার।

শনিবার (১৮ ডিসেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ওমিক্রনের ব্যাপারে এসব তথ্য জানিয়েছে। ওমিক্রনের কারণে গুরুতর অসুস্থতা তৈরি হচ্ছে কি-না সে ব্যাপারেও এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া না গেলেও গত ২৬ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনকে উদ্বেগজনক ভ্যারিয়েন্ট হিসেবে তালিকাভুক্ত করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যেসব কমিউনিটিতে উচ্চ মাত্রার ইমিউনিটি রয়েছে বলে মনে করা হতো, সেখানেও দ্রুত ছড়িয়ে পড়ছে অমিক্রন। এর কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি। এটি ভাইরাসের রোগ প্রতিরোধ ক্ষমতা এড়ানোর সক্ষমতা, অধিক সংক্রামক হয়ে ওঠা অথবা উভয় কারণে হচ্ছে কি-না তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে তারা।

বিবৃতিতে ডব্লিউএইচও আরও জানিয়েছে, ওমিক্রনের সক্ষমতা সম্পর্কে এখনও খুব বেশি তথ্য পাওয়া যায়নি। আগের সংক্রমণে গড়ে ওঠা ইমিউনিটিকে ওমিক্রন ফাঁকি দিতে পারছে কি না, তা বুঝতে আরও তথ্য ও গবেষণা দরকার। আমাদের হাতে ওমিক্রনের ব্যাপারে তথ্য এখনও খুবই কম। এছাড়া ওমিক্রনের বিরুদ্ধে বিদ্যমান ভ্যাকসিনের কার্যকারিতা কেমন তারও কোনো সুনির্দিষ্ট তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার হাতে নেই বলে জানা যায়।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply