প্রথম বোলার হিসেবে যে রেকর্ড গড়লেন স্টার্ক

|

ছবি: সংগৃহীত।

অ্যাডিলেডে চলমান অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড অলআউট হয় ২৩৬ রানে। তাদের এই রানে আটকাতে বড় ভূমিকা রেখেছেন অজি পেস বোলার মিচেল স্টার্ক। তুলে নিয়েছেন ইংলিশদের গুরুত্বপূর্ণ ৪ উইকেট। এর ফলে প্রথম বোলার হিসেবে দিবারাত্রির টেস্টে ৫০ উইকেট অর্জন করার মাইলফলক স্পর্শ করলেন তিনি।

মিচেল স্টার্কের আগে কেউই দিবারাত্রির টেস্টে এ চূঁড়ায় উঠতে পারেননি। এ মাইলফলক ছুঁয়ে এখন পর্যন্ত দিবারাত্রির টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি। দ্বিতীয় অবস্থানে থাকা তারই স্বদেশি পেসার জস হ্যাজলউড রয়েছেন বেশ পিছিয়ে। হ্যাজলউডের সংগ্রহ ৩২ উইকেট।

আরও পড়ুন: বার্সেলোনাকে আপাতত প্রতিপক্ষ ভাবছে না রিয়াল মাদ্রিদ

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ৬৩ ম্যাচ খেলেছেন মিচেল স্টার্ক। এই ম্যাচ খেলে তিনি ২৭.৪০ গড়ে উইকেট নিয়েছেন মোট ২৬২টি। যেখানে তিনি ১০ উইকেট নিয়েছেন ২ বার আর ৫ উইকেট নিয়েছেন ১৩ বার। ইনিংসে তার সেরা বোলিং ৫০ রান দিয়ে ৬ উইকেট। আর ম্যাচে সেরা বোলিং ৯৪ রানে ১১ উইকেট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply