ইসি গঠনে রাষ্ট্রপতির সাথে জাপার সংলাপ কাল

|

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ছবি: সংগৃহীত।

নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সংলাপে অংশ নিতে সোমবার (২০ ডিসেম্বর) বঙ্গভবনে যাবেন জাতীয় পার্টির ৮ সদস্যের প্রতিনিধি দল। বিকাল ৪টায় বঙ্গভবনে পৌঁছাবেন তারা।

এই প্রতিনিধি দলে চেয়ারম্যান জি এম কাদেরসহ আছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম ও মশিউর রহমান রাঙ্গা।

এর আগে, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হওয়ায় অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে এ বিষয়ে রাষ্ট্রপতির সাথে সংলাপে প্রথম আমন্ত্রণ পায় জাতীয় পার্টি। এরপর আমন্ত্রণ পেয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ।

আরও পড়ুন: জমালপুরে পৌর মেয়রকে গ্রেফতারের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

আগামী ২২ ডিসেম্বর রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে যাবে জাসদের প্রতিনিধি দল। জাতীয় পার্টি ও জাসদ দুই দলই নির্বাচন কমিশন গঠনে সংবিধান অনুসারে আইন প্রণয়নের প্রস্তাব রাখবে বলে জানা গেছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply