নিউজিল্যান্ডে তৃতীয় দফায় টাইগারদের করোনা পরীক্ষা

|

নিউজিল্যান্ডে তৃতীয়বারের মতো করোনা পরীক্ষা হলো ক্রিকেটারদের।

নিউজিল্যান্ড সফরে তৃতীয় দফায় করানো হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের করোনা পরীক্ষা। রেজাল্ট নেগেটিভ এলেই অনুশীলনের জন্য অনুমতি পাবেন মুশফিক-মুমিনুল’রা।

নিউজিল্যান্ডে পৌঁছে দীর্ঘদিন ধরে কোয়ারেন্টাইনে আছেন টাইগার ক্রিকেটাররা। মাঝে একদিন অনুশীলন করলেও স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের আসে করোনা পজেটিভ রেজাল্ট। আর তাতেই বাংলাদেশ দলের কোয়ারেন্টাইনের মেয়াদ বাড়িয়ে দেয় নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি এই সময়ে ক্রিকেটারদের উপর থাকছে অনুশীলন ও জিমনেসিয়াম ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা।

আরও পড়ুন: বায়োবাবলের ধকলে ক্রিকেটাররা বিধ্বস্ত: পাপন

দীর্ঘদিনের ঘর বন্দী জীবনে অস্বস্তিতে আছে টাইগার’রা। সেই সাথে বৈরি আবহাওয়াতেও মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ রয়েছে ক্রিকেটারদের সামনে। এদিকে মাউন্ট মঙ্গানুইতে নতুন বছরের প্রথম দিন থেকেই মাঠে গড়ানোর কথা রয়েছে প্রথম টেস্টের। আর ৯ জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

আরও পড়ুন: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি: ‘ডু অর ডাই’ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply