আবারও বিক্ষোভে উত্তাল সুদান। রোববার (১৯ ডিসেম্বর) রাজধানী খার্তুমের নেমেছেন রাস্তায় হাজার হাজার সুদানি। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়।
খার্তুমসহ এ আন্দোলন ছড়িয়ে পড়ে দেশটির বাহরি ও ওমদুরমানসহ আরও কয়েকটি শহরে। নিরাপত্তা বাহিনী আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে গুলি এবং টিয়ারগ্যাস প্রয়োগ করে। শহরটির প্রধান সড়কগুলো ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়া হয়।
আরও পড়ুন: হায়দার গোরবানির মৃত্যুদণ্ড কার্যকর, উত্তপ্ত ইরান
সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল বসিরের পদত্যাগের বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে ডাক দেয়া হয় বিক্ষোভ আন্দোলনের। বিক্ষোভকারীদের অভিযোগ হচ্ছে, বর্তমান সেনা সমর্থিত সরকার সুদানের গণতন্ত্র প্রতিষ্ঠার বদলে সামরিক শাসন দীর্ঘায়িত করছে। অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনের দাবি করা হয় এই আন্দোলন থেকে।
আরও পড়ুন: মিয়ানমারে গণহত্যার প্রমাণ, পাওয়া গেছে ভিডিও, দেহাবশেষ
Leave a reply