মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত, খুশি জনশক্তি রফতানিকারকরা

|

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার শ্রমবাজারটি উন্মুক্ত হওয়ায় খুশি জনশক্তি রফতানিকারকরা। এর ফলে অভিবাসন খাতে চলমান স্থবিরতা কেটে যাবে বলেও আশা তাদের।

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কোনো সিন্ডিকেট হবে না। প্রবাসী কল্যাণমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সবাই কাজের সুযোগ পাবেন বলে আশা করেন জনশক্তি রফতানিকারকরা। মালয়েশিয়ায় কর্মী প্রেরণ নিয়ে সমঝোতা স্মারক সই নিয়ে প্রতিক্রিয়ায় এসব কথা জানিয়েছেন জনশক্তি রফতানিকারকরা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নিয়োগকারী ব্যয় বহন করলে কর্মীদের অভিবাসন ব্যয় অনেকটাই কমে আসবে বলেও জানান তারা।

আরও পড়ুন: আফগানিস্তানে মানবিক বিপর্যয়: কূটনৈতিক তৎপরতায় ভারত ও পাকিস্তান

মালয়েশিয়ায় কর্মী প্রেরণ নিয়ে রোববার সমঝোতা স্মরক সই করেছে ঢাকা ও কুয়ালালামপুর। এ চুক্তির ফলে প্রায় সাড়ে ৩ বছর পরও আবারও খুলে গেছে দেশটিতে কর্মী যাওয়ার সুযোগ।

মালয়েশিয়ায় শ্রমবাজার খুললেও গুজব আছে, এবারও মুষ্টিমেয় কিছু এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পাবে। যদিও সিন্ডিকেটের বিপক্ষে নিজের অবস্থান অবস্থান পরিষ্কার করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। বাংলাদেশে কোনো সিন্ডিকেট হবে না বলে জানান তিনি। মন্ত্রীর এই বক্তব্যে আস্থা রাখতে চান জনশক্তি রফতানিকারকরা।

রিক্রুটিং এজেন্সি মালিকাদের একাংশের দাবি বাজার খোলার আগেই একটি পক্ষ সিন্ডিকেট নিয়ে গুজব ছড়াচ্ছে। যা শ্রমবাজারের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পাবে বলেও আশঙ্কা তাদের।

আরও পড়ুন: ‘সমঝোতা চুক্তি হলে মালয়েশিয়ায় অনেকে কাজের সুযোগ পাবে’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply