‘বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের ভাতাবৃদ্ধি ও নতুন ঘর তৈরি করে দিয়েছে’

|

মুক্তিযোদ্ধা ও স্থানীয় সূধীজনদের সাথে সমাবেশে বক্তব্য রত মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ।

পিরোজপুর প্রতিনিধি:

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের ভাতাবৃদ্ধিসহ তাদের জন্য নতুন ঘর তৈরি করে দিয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধারা যাতে দেশের সকল হাসপাতালে নির্বিঘ্নে চিকিৎসা সেবা পান- সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে ভান্ডারিয়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধা ও স্থানীয় সূধীজনদের সাথে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, চারদলীয় জোট ইসলামের আইন আর সৎ লোকের শাসনের কথা বলে। কিন্তু, সংসদে আইন পাশ করার মত ক্ষমতা থাকার পরও ইসলামের একটি আইনও তারা পাশ করে নাই। চারদলীয় জোট ধর্মের নাম নিয়ে ক্ষমতায় যায়। কিন্ত ধর্মের কোনো কাজই করে না।

সমাবেশে যোগদানের আগে মন্ত্রী ভান্ডারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর উদ্বোধন করেন। উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত এ সমাবেশে ভান্ডারিয়ার বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply