হংকংয়ের কাউন্সিল নির্বাচনে বেইজিংপন্থীদের একাধিপত্য

|

ফলাফল ঘোষণার পর বেইজিংপন্থী প্রার্থীরা।

হংকংয়ের লেজিসলেটিভ কাউন্সিল নির্বাচনে বড় জয় পেয়েছে বেইজিংপন্থীরা। যদিও ১৯৯৭ সালে হংকংয়ের নিয়ন্ত্রণ পাওয়ার পর স্বায়ত্তশাসিত এ অঞ্চলটির কাউন্সিল নির্বাচনের ইতিহাসে সর্বনিম্ন ভোট পড়েছে গতকাল।

হংকংভিত্তিক সংবাদ মাধ্যম এইচকে ০১ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ৯০টি আসনের মধ্যে ৮২ টিতে নিরঙ্কুশ জয় পেয়েছে বেইজিংপন্থীরা। এ নির্বাচনে মাত্র একজন প্রার্থী ছিলেন যিনি এ বলয়ের বাইরের। আর বাকি প্রার্থীদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। 

এর আগে, গত মার্চে হংকংয়ের সংশোধিত নির্বাচন-সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, শুধুমাত্র দেশপ্রেমিকরাই (বেইজিংপন্থী) নির্বাচনে অংশ নিতে পারবেন।

হংকংয়ে এবারের নির্বাচনে এসেছে বেশকিছু পরিবর্তন, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হলো-জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রার্থী কমিয়ে আনা। আগে লেজিসলেটিভ কাউন্সিলের ৫০ শতাংশ প্রতিনিধিই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হতেন, এখন সেটি কমিয়ে ২২ শতাংশে নামিয়ে আনা হয়েছে। 

উল্লেখ্য, হংকং নির্বাচনের ফলাফল ঘোষণার কয়েক ঘণ্টা পরই চীন একটি শ্বেতপত্র প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, হংকং এখন স্থিতিশীলতার নতুন পর্বে প্রবেশ করছে। 

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply