গোটা বিল্ডিংয়ে তখন আগুন। ঘরে আটকে পড়েছিল ১৩ ও ১৮ বছরের দুই কিশোর। প্রাণ বাঁচাতে শেষ অবলম্বন ছিল একটি জানালা। প্রাণ বাঁচবে কি বাঁচবে না তা না ভেবেই জানালার ফ্রেম ধরে ঝুলে পড়েছিলেন। সেই দৃশ্য রীতিমত ভয় ধরানো। কারণ বহুতলের থেকে পাইপ ধরে নিচে নামা তাও জীবন হাতে নিয়ে, কোনো সহজ কাজ নয়।
ভারতীয় গণমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে নিউইয়র্ক সিটির ইস্ট ভিলেজে। একটি জ্বলন্ত বিল্ডিং থেকে দুই কিশোরের ঝুলন্ত ভয়ঙ্কর ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ১৩ এবং ১৮ বছর বয়সি দুই কিশোর জানালা দিয়ে জ্বলন্ত বিল্ডিং থেকে পালানোর চেষ্টা করছে। প্রথমে একজন ওই জানালার ফ্রেমটি ধরে ঝুলে পড়ে। তার দেখাদেখি অপরজনও তা করে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ করতেও প্রস্তুত আমরা: চীনা পররাষ্ট্রমন্ত্রী
যেভাবে বিল্ডিংটিতে আগুন ধরেছিল তারপর তারা উদ্ধারকারী দলের জন্য অপেক্ষা করেনি। এরপর কোনোভাবে বিল্ডিংয়ের পাইপ ধরে নিচে নামে। সেই সময়ই আগুন পুরো বিল্ডিংকে গ্রাস করে নেয়। সকলের দাবি, কার্যত অলৌকিকভাবে প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছে ওই দুই কিশোর।
টুইটারে পোস্ট করা এই ভিডিওতে প্রায় ৩ লক্ষ ভিউ পেরিয়েছে। অনেকে কিশোরদের সাহসিকতার প্রশংসা করেছেন।
Leave a reply